উমরাহ: লাগেজ সংরক্ষণ করবে কর্তৃপক্ষ

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মক্কা: সউদি আরবে যারা উমরাহ পালন করতে গিয়েছেন, তাদের লাগেজ বিনা মূল্যে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কাবা শরিফ ও মসজিদে নববী কর্তৃপক্ষ। মসজিদুল হারামের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট ৬৪-এর কাছে বিনা মূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সর্বোচ্চ ৭ কেজি ওজনের ব্যাগ সংরক্ষণাগারে সর্বোচ্চ চার ঘণ্টা রাখা যাবে। সংরক্ষণাগারে রাখা ব্যাগে মূল্যবান জিনিসপত্র, নিষিদ্ধ পণ্য, খাবার ও ওষুধ সংরক্ষণ করা যাবে না। ব্যাগ ফেরত নেওয়ার জন্য একটি ক্লেইম টিকিট দেখাতে হবে।
সৌদি আরব সরকার অনুমোদিত ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক অ্যাপের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন উমরাহ পালনকারীরা। মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে উমরাহ পারমিট গ্রহণ বাধ্যতামূলক।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder