মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ‘আমি স্তম্ভিত’ লিখলেন মমতা

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর মৃত্যুতে গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া! প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজি’র আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে স্তম্ভিত ও দুঃখিত। তাঁর পরিবার, বন্ধু ও অনুসারীদের প্রতি আমার আন্তরিক প্রার্থনা রইল।”

 

অতীতের স্মৃতি চারনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমি তাঁর সঙ্গে কাজ করেছি এবং ইউনিয়ন কেবিনেটে খুব কাছ থেকে তাঁকে দেখেছি। তাঁর জ্ঞান ও বিচক্ষণতা ছিল অমোঘ, এবং তাঁর দ্বারা দেশে আনা আর্থিক সংস্কারের গভীরতা ব্যাপকভাবে স্বীকৃত। দেশ তাঁর নেতৃত্বকে মনে রাখবে এবং আমি তাঁর স্নেহকে মিস করব।”

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder