পুবের কলম, ওয়েব ডেস্কঃ শিখরীতি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় শনিবার দুপুরে শেষকৃত্য সম্পন্ন হয় ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম রূপকার সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। দিল্লির নিগমবোধ ঘাটে গার্ড অফ অনার- গান স্যালুটে অন্তিম শ্রদ্ধা জানানো হয় তাঁকে। তবে এদিন অন্ত্যোষ্টিস্থল নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সরব হয়েছেন।
এ নিয়ে রাহুল তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, “আজ দিল্লির নিগমবোধ ঘাট শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করে ভারতমাতার মহান সন্তান এবং প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে অপমান করেছে কেন্দ্র।” কংগ্রেস নেতার বক্তব্য, এখনও পর্যন্ত দেশের সব প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য তাঁদের জন্য নির্দিষ্ট স্মৃতিসৌধ বা অন্ত্যেষ্টিস্থলে হলেও মনমোহনের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেছে। মনমোহনের জন্য নির্দিষ্ট ‘সমাধিস্থলে’ শেষকৃত্য সম্পন্ন হলে প্রতিটি মানুষ বিনা বাধায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পারতেন। এই প্রসঙ্গে রাহুল সমাজমাধ্যমে লেখেন, “মনমোহন সিংহ সর্বোচ্চ সম্মান এবং নির্দিষ্ট ‘সমাধিস্থল’ পাওয়ার যোগ্য। সরকার দেশের এই মহান সন্তানকে সেই সম্মান দেখাতে পারত।”