BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, জারি কমলা সতর্কতা রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করল সউদি আরব হাইটেক টুকলি! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এআইয়ের ব্যবহার, হাতেনাতে ধরা পড়ল পরীক্ষার্থী ভাষার জন্য তামিলরা প্রাণ দিয়েছে, ভাষার সঙ্গে খেললে ফল ভালো হবে না, হুঙ্কার কমল হাসানের সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা ৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি কুম্ভমেলায় যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর  ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি ইরান সফরে ল্যাভরভ

অবৈধভাবে বসবাসকারী আট বাংলাদেশি অভিবাসীকে বিতাড়িত করল দিল্লি পুলিশ

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দিল্লি পুলিশ আট বাংলাদেশি নাগরিককে বিতাড়িত করেছে। ওই বাংলাদেশিরা দিল্লির রংপুরী এলাকায় বসবাস করছিলেন বলে রবিবার  পুলিশের একজন কর্মকর্তা বলেছেন। বহিষ্কৃত হলেন জাহাঙ্গীর, তার স্ত্রী এবং তাদের ছয় সন্তান। তারা বাংলাদেশের মাদারীপুর জেলার কেকেরহাট গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, জাহাঙ্গীর অনানুষ্ঠানিক পদ্ধতিতে ভারতে প্রবেশের কথা স্বীকার করে এবং পরে তার পরিবারকে নিয়ে আসে। তারা তাদের বাংলাদেশী পরিচয়পত্র নষ্ট করে ফেলেছিল এবং তাদের আসল পরিচয় গোপন করে দিল্লিতে বসবাস করছিল। পুলিশ কমিশনার (দক্ষিণ-পশ্চিম) সুরেন্দ্র চৌধুরী বলেছেন,বসন্ত কুঞ্জ দক্ষিণ থানার একটি দলকে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। পুলিশ রংপুরীতে ৪০০টি পরিবারের ডোর টু ডোর যাচাই করেছে। তিনি আরও বলেন যে পশ্চিমবঙ্গের সন্দেহভাজন ব্যক্তিদের ঠিকানায় যাচাইকরণ ফর্মগুলি পাঠানো হয় এবং তাদের নথি ম্যানুয়ালি যাচাই করার জন্য একটি বিশেষ দল পাঠানো হয়েছিল।

যাচাইকরণ অভিযানের সময়, দলটি জাহাঙ্গীর এবং তার পরিবারকে শনাক্ত করেছে, যারা জিজ্ঞাসাবাদের সময় তারা বাংলাদেশি বংশোদ্ভূত বলে স্বীকার করেছে।ডিসিপি বলেন, বহিষ্কার প্রক্রিয়াটি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) সঙ্গে সমন্বয় করে করা হয়েছিল।দিল্লি পুলিশ একজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে বিতাড়িত করেছে যারা বেআইনিভাবে গত ছয় বছর ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করেছিল। ২৮ বছর বয়সী বাংলাদেশি মহিলা বিদেশি আইন লঙ্ঘন করে দিল্লি এবং মুম্বাইতে থেকেছিলেন বলে পুলিশ জানিয়েছে। লেফটেন্যান্ট গভর্নর  সচিবালয় এই মাসে এই ধরনের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পরে, সিটি পুলিশ রাজধানীতে বসবাসকারী অবৈধ বাংলাদেশী অভিবাসীদের চিহ্নিত করার জন্য একটি অভিযান শুরু করে।

সন্দেহভাজন বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করার জন্য ভোটার আইডি এবং আধার কার্ড চেক করতে বিভিন্ন থানার  পুলিশের দলগুলি বস্তি এবং কালিন্দী কুঞ্জ, শাহীন বাগ, হযরত নিজামুদ্দিন এবং জামিয়া নগর এলাকায় পরিদর্শন করছে। লেফটেন্যান্ট গভর্নরের  সচিবালয় দিল্লির মুখ্য সচিব এবং পুলিশ প্রধানকে শহরে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুই মাসের বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder