BREAKING:
একইদিনে হোলি ও জুম্মাবার দার্জিলিং চায়ের ১৬৯ বছরের ইতিহাসে উৎপাদন সর্বনিম্ন, চিন্তায় চা চাষিরা Heat wave, শনি থেকে গরমে নাকাল হবে দক্ষিণবঙ্গ পার্কিং নিয়ে বচসার জের, প্রতিবেশীর মারে প্রাণ খোয়ালেন তরুণ বিজ্ঞানী মুসলিমদের আক্রমণ করলে চুপ থাকব না: আগে জাতি-পরে দল সাফ জানালেন হুমায়ুন রমযানে সালাউদ্দিন আইয়ুবী মসজিদে ৯০০ বছর ধরে চলছে কুরআন তিলাওয়াতের ঐতিহ্য PPP Model-এ নিজেরাই নার্স ও প্যারা-মেডিক্যাল কর্মী তৈরি করবে পুরনিগম Sealdah Division-এ কি AC লোকাল? কি বললেন রেল আধিকারিক কেন্দ্রের প্রস্তাবিত Ration card এ রাজ্যের আপত্তি, কেন? মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার

মদিনায় স্বল্পমূল্যের কয়েকটি বাজার

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

পুবের কলম, ওয়েবডেস্ক: উম্মাহর প্রিয় শহর ‘মদিনা’। মর্যাদায় পবিত্র কাবা শরিফের পরেই এর স্থান। শান্তি ও ভালোবাসার শহর এই মদিনা। সারাবিশ্ব থেকে আগত প্রায় সকল হজযাত্রীই মদিনার সফর ও জিয়ারত করেন। তবে ইবাদতের পাশাপাশি হজ বা উমরাহ সফরে গিয়ে মানুষ কমবেশি সেখানে কেনাকাটাও করেন। বলা হয়, মক্কার তুলনায় মদিনায় জিনিসপত্রের দাম অনেকটাই কম। তাই কোনও কিছু কেনাকাটা করতে অনেকে মদিনাকেই প্রাধান্য দেয়। এই রকমেই কয়েকটা স্বল্পমূল্যের বাজার হল-

 

read more: ফিরে দেখা ২০২৪-এ বিশ্বে আলোচিত ঘটনা

1) দাউদ মার্কেট

মসজিদে নববির চারপাশে অনেক শপিং মল, ও হকার মার্কেট রয়েছে। তাদের মধ্যে অন্যতম দাউদ মার্কেট। যা বদর গেটের একদম বিপরীতেই অবস্থিত। মদিনার একটি নিম্নমানের কেনাকাটার গন্তব্য এই মার্কেট। এই বাজারে ৫০ এরও বেশি দোকান আছে। যেখানে পোশাক-আশাক আনুষাঙ্গিক থেকে শুরু করে অউধ, চকলেট এবং খেজুর সব কিছু বিক্রি হয়। এখানে আবায়ার দাম ভারতীয় টাকায় ৬৫০ টাকায় শুরু হয়। আনুষাঙ্গিক জিনিস গুলো ১০০ টাকা থেকেই শুরু হয়। সকাল ১১ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত খোলা থাকে এই বাজার।

2) কুবা ওয়াকওয়ে সৌক

কয়েক বছর আগে খুললেও এখন রমরোমিয়ে চলছে কুবা ওয়াকওয়ে সৌক। এখানেও নিত্যরকম জায়নামাজ, আবায়া, খেলনা, ব্যাগ ইত্যাদি পাওয়া যায়। প্রায় ২৪ ঘণ্টায় খোলা থাকে এই বাজার।

3) ভূগর্ভস্থ বাজার (আন্ডারগ্রাউন্ড মার্কেট)

প্রাথমিকভাবে মসজিদে নববিতে যাওয়ার সুবিধার্থে পথচারিদের জন্য এই রাস্তা তৈরি হলেও ক্রমান্বয়ে এটি বাজারে পরিণত হয়েছে। এখানে স্বল্পমূল্যে আবায়া, আতর, খেজুর পাওয়া যায়। এ ছাড়া তাসবিহ, টুপি, জায়নামাজ, সউদি জুববা, সউদি বোরকা, হিজাব, কাপড়, ঘড়ি ও কসমেটিকস ইত্যাদিও পাওয়া যায়। প্রায় ২৪ ঘণ্টায় খোলা থাকে এই অভ্যন্তরীন বাজার।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder