BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ভিভিআইপিদেরও সিগনালে অপেক্ষা করতে হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর ল্যান্সডাউন প্লেসের নাম হবে ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’ মার্চে ২০ কোটি ব্যায়ে আরও ১০০ উচ্চ মাধ্যমিক মাদ্রাসা পাচ্ছে কম্পিউটার ল্যাব লাউডস্পিকারে নিষেধাজ্ঞা, মসজিদের ছাদে খালি গলায় আজান মুয়াজ্জিনের ৬২০ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া আলোচনা নয়: হামাস চিনের সঙ্গে বড় চুক্তি সাক্ষর মালদ্বীপের, ভাবাচ্ছে নয়াদিল্লিকে গাজায় ফের হামলার প্রস্তুতি, পশ্চিম তীরে পৌঁছেছে ইসরাইলি ট্যাঙ্ক প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল জার্মানিতে রক্ষণশীল দলের জয়, উচ্ছসিত ট্রাম্প বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণই সমাধানের পথ: জর্ডান পররাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি ফাঁস করাতেই সাংবাদিক খুন ছত্তিশগড়ে? গ্রেফতার ৩

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

বিজাপুর, ৪ জানুয়ারিঃ বিজাপুরের মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করতেন। একের পর এক অন্যায়ের পর্দাফাঁসও করেছেন। এহেন সাংবাদিক মুকেশ চন্দ্রকরের (৩৩) প্রাণহীন দেহ উদ্ধার হল শুক্রবার।

 

বস্তারে এক ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। অভিযোগ উঠছে যে, ১২০ কোটির দুর্নীতি ফাঁস করার জন্যই সাংবাদিক মুকেশকে খুন হতে হয়েছে। তবে শুধু এই দুর্নীতির ঘটনাই নয়, এর আগে এমন বহু ঘটনা এবং দুর্নীতির তথ্য প্রকাশ্যে এনেছিলেন মুকেশ, যা ছত্তীসগঢ়ে আলোড়ন ফেলে দিয়েছিল।

পরিবারের অভিযোগ, এমন অনেক খবর প্রকাশ্যে আনার জন্য মুকেশকে হুমকির মুখেও পড়তে হয়েছে। কিন্তু সে সবকে উপেক্ষা করেই সত্য উদ্ঘাটনের কাজ চালিয়ে গিয়েছেন মুকেশ। আর সেজন্যই এবার তাঁকে প্রাণ দিতে হল।
পরিবার সূত্রে খবর ১ জানুয়ারির রাত থেকে নিখোঁজ ছিলেন মুকেশ।

 

সরকারি টেন্ডারে দুর্নীতি সহ স্থানীয় বিষয়ে নির্ভীক প্রতিবেদনের জন্য পরিচিত ছিলেন মুকেশ। মুকেশের মৃত্যুতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে এডিটর্স গিল্ডও। এই খুনের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের একজন নিহতর পরিচিত বলে জানা গেছে। প্রধান অভিযুক্ত রীতেশ চন্দ্রকর নিহত সাংবাদিকের দূর সম্পর্কের আত্মীয় বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে রীতেশ পলাতক ছিল।

মুকেশ একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতেন। ‘বাস্তার জংশন’ নামে একটি ইউটিউব চ্যানেল্য চালাতেন। সেখানে ভিউয়ার ছিল দে’ড় লক্ষেরও বেশি। স্থানীয় খবরই তিনি বেশি করতেন। সেজন্য এলাকায় পরিচিত মুখ ছিলেন মুকেশ। একবার মাওবাদীদের হাতে অপহৃত এক পুলিশকর্মীর মুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেজন্য পুলিশ ফোর্স তাঁকে পুরস্কৃত করেছিল।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder