BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ভিভিআইপিদেরও সিগনালে অপেক্ষা করতে হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর ল্যান্সডাউন প্লেসের নাম হবে ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’ মার্চে ২০ কোটি ব্যায়ে আরও ১০০ উচ্চ মাধ্যমিক মাদ্রাসা পাচ্ছে কম্পিউটার ল্যাব লাউডস্পিকারে নিষেধাজ্ঞা, মসজিদের ছাদে খালি গলায় আজান মুয়াজ্জিনের ৬২০ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া আলোচনা নয়: হামাস চিনের সঙ্গে বড় চুক্তি সাক্ষর মালদ্বীপের, ভাবাচ্ছে নয়াদিল্লিকে গাজায় ফের হামলার প্রস্তুতি, পশ্চিম তীরে পৌঁছেছে ইসরাইলি ট্যাঙ্ক প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল জার্মানিতে রক্ষণশীল দলের জয়, উচ্ছসিত ট্রাম্প বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণই সমাধানের পথ: জর্ডান পররাষ্ট্রমন্ত্রী

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, দেড় হাজার ফ্লাইট বাতিল

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

নিউইয়র্ক: শীতকালীন ঝড়ে বিপর্যস্ত আমেরিকা। এরই মধ্যে দেশটির অনেক রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৩০টিরও বেশি রাজ্যের প্রায় ৬ কোটি মানুষ শীতকালীন ঝড়ের কবলে পড়েছে। সোমবার মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কথা। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে চরম আবহাওয়ার কারণে সড়ক যোগাযোগব্যবস্থা বন্ধ এবং হাজার হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। স্কুলগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। দেখা দিয়েছে এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত এবং সর্বনিম্ন তাপমাত্রার আশঙ্কা।

ওয়াশিংটন ডিসিতে ভারী তুষারপাত এবং তীব্র শীতের পূর্বাভাস দিয়েছিল দেশটির আবহাওয়া বিভাগ। তবে রোববার রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন জানান, আবহাওয়ার কারণে আইনপ্রণেতাদের দায়িত্ব পালনে বিঘ্ন ঘটবে না। কানসাস, মিসৌরি, কেনটাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, আরকানসাস ও নিউ জার্সির কিছু অংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আরকানসাস, লুইজিয়ানা, মিসিসিপি ও আলাবামায় তীব্র বজ্রঝড়ে টর্নেডোর আশঙ্কা তৈরি হয়েছে। ঝড়ের কারণে ওই এলাকাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সোমবার বন্ধ ঘোষণা করা হয়।

দক্ষিণ ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত ৬ থেকে ১২ ইঞ্চি পুরু তুষারপাতে ঢেকে যায়। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, কানসাস ও উত্তর-পশ্চিম মিসৌরির কিছু এলাকা তুষারঝড়ের কবলে পড়েছে। সড়কগুলো তুষার ও বরফে আচ্ছাদিত হওয়ায় বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়।

কানসাসের প্রধান মহাসড়ক ইন্টারস্টেট ৭০-এর বড় একটি অংশ গতকাল তুষারপাত ও বরফের কারণে বন্ধ হয়ে যায়। ইন্টারস্টেট-২৯ সড়কে প্রায় ৬০০ গাড়ি আটকে পড়েছিল এবং ছোট-বড় মিলিয়ে ২৮৫টি দুর্ঘটনা ঘটেছিল। এই ঝড়ের কারণে  দেশজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ১ হাজার ৫০০টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে শুধু কানসাস সিটি ও সেন্ট লুইসে বাতিল হয়েছে ২৭৫টিরও বেশি ফ্লাইট। অন্যদিকে বিলম্বিত হয়েছে ৫ হাজারেরও বেশি ফ্লাইট। এদিকে উওমিংয়ে এক পর্বতে স্কিইং করতে গিয়ে তুষারধসে একজনের মৃত্যু হয়েছে। টেটন কাউন্টি সার্চ অ্যান্ড রেসকিউ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার দুপুরে অ্যাবসরোকা পর্বতমালায় টোগওটি পাসে এ ঘটনা ঘটে। এ সময় একজন আহত হয়েছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder