‘মা ক্যান্টিন’-এর আদলে ‘মা কি রসোই’! যোগীরাজ্যে ৯ টাকায় মিলবে ভরপেট খাবার

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

পুবের কলম, ওয়েবডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্প এখন জগৎ-বিখ্যাত। গরীব-দুঃখী তথা দুস্থ মানুষদের ভরপেট দুপুরের খাবার দিতে ৫ টাকার দরে ‘মা ক্যান্টিনে’র সূচনা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই জনকল্যাণমূলক প্রকল্পের আদলে যোগীরাজ্যে শুরু হয়েছে  ‘মা কি রসোই’। যেখানে ৯ টাকায় মিলবে ভরপেট দুপুরের খাবার।

ঘটনাপ্রসঙ্গে যোগী সরকার জানিয়েছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এই পরিষেবা চালু করা হয়েছে। প্রয়াগরাজের স্বরূপরানি নেহেরু হাসপাতালের সরকারি উদ্যোগে চালু করা হয়েছে এই ‘মা কী রসোই’ বা মায়ের রান্নাঘর। প্রয়াগরাজ সফরের দ্বিতীয়দিনে এই ক্যান্টিনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

নন্দী সেবা সংস্থা দ্বারা পরিচালিত, রান্নাঘরটি মাত্র নয় টাকায় পরিষ্কার, মানসম্পন্ন খাবার পরিবেশন করেন। ডাল, রুটি, সবজি, ভাত, সালাদ এবং মিষ্টি সহ একাধিক খাবার থাকবে ৯ টাকার এই প্লেটে।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder