BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া, গাজা আক্রমণের ছক! কোভিডের উৎস কি রেকুন কুকুর? রাজ্য সরকারের উদ্যোগে আজ মুখ্যমন্ত্রীর মুখোমুখি ডাক্তাররা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ

সন্তানকে সফল সম্পদ হিসেবে গড়ে তুলতে মায়েরা কঠোর হন’ আলোচনা সভায় মত বিশিষ্টদের

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

ইনামুল হক, বসিরহাট: অনেক বাবা-মাই স্নেহবশত শিশুদের সব আবদার মেটাতে গিয়ে তাদের মধ্যে মানবিক গুণের বিকাশ ঘটাতে পারছে না। তাই সন্তানকে সফল সম্পদ হিসেবে গড়ে তুলতে মায়েদের আরও কঠোর হওয়ার দরকার বলে বার্তা দিলেন বিশিষ্টজনেরা।এই কঠোরতার মধ্যে থাকবে সত্য-নিষ্ঠা, মানবিকতা ও নিয়ম-শৃঙ্খলাবোধ তৈরির চেষ্টা।
উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপার বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে রবিবার বার্ষিক অনুষ্ঠানে এক শিক্ষা সেমিনারে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উপস্থিত হয়েছিলেন অবসরপ্রাপ্ত আইএএস ও বিশিষ্ট শিক্ষাবিদ শেখ নুরুল হক, প্রাক্তন ডাব্লুবিসিএস অফিসার ও শিক্ষানুরাগী সৈয়দ নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষা অনুরাগী মুনিরা বেগম, প্রাবন্ধিক সোনা বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক শোকর আলি, প্রধান শিক্ষক আনারুল ইসলাম, শিক্ষাবিদ শ্যামচাঁদ গিরি, রাস্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সমাজ কর্মী নাসির হোসেন, বিশিষ্ট শিক্ষক নিজামউদ্দিন সিদ্দিকী, উদ্ভাবন সংস্থার কর্ণধার কামাল হোসেন, ওমর ফারুক, বঙ্গভূমি মিশনের সভাপতি হাজী শামসুল হক, শিক্ষক আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রাখি ঘোষ ও নারগিস সুলতানা। ব্যবস্থাপনায় ছিলেন বিএমসিআই স্কুলের প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা এবং মোহাম্মদ সামিম।প্রতিষ্ঠানের সম্পাদক শেখ আহসান আলী বলেন, আমাদের লক্ষ্য শিশু সন্তানকে যেন সফল সম্পদ হিসেবে গড়ে রেখে যেতে পারে প্রতিটি বাবা-মা। তাই শিক্ষার্থীর শিক্ষাদানের আগে আমরা ‘কঠোর মায়ের সফল সন্তান’ এই বার্তা দিয়ে তাদের নিয়মনিষ্ঠ ও বাস্তবমুখী আদর্শ অভিভাবক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই প্রসঙ্গে শিক্ষাবিদ শেখ নুরুল হক বলেন, সৃষ্টিকর্তা মা জাতিকে দিয়েছেন অপার ধৈর্য যা শিশু শিক্ষাদানে খুবই অপরিহার্য। শিক্ষকদের ভূমিকা তো রয়েছেই। তাই শিক্ষক, পিতা-মাতা নিজের জীবন শৈলীতে অনৈতিক রাস্তা পরিহার করে মৌলিক চরিত্রের অধিকারী হলে শিশুর সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে। সৈয়দ নাসির উদ্দিন বলেন, আমাদের সমাজে উচ্চশিক্ষায় পর অনেকেই প্রতিষ্ঠিত হলেও সমাজের বিশেষ কাজে সবাই এগিয়ে আসে না। তাই ছোট ছোট শিক্ষার্থীদের যদি শুরুতেই তাদের মনে সুব্যবহার ও সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ তৈরি হতে পারে। বিশিষ্ট প্রাবন্ধিক সোনা বন্দ্যোপাধ্যায় বলেন, ভাষা ,সাহিত্য ও সংস্কৃতিতে আমাদের এই বাংলার অনেক শিক্ষিত মানুষও এখনো মুসলিমদের সহনাগরিক হয়ে উঠতে পারিনি। যার দরুন একজন অমুসলিম একজন মুসলিমের আচার কৃষ্টি, ধর্মীয়, রীতি বা পরব নিয়ে নানা রকমভাবে অজ্ঞতার পরিচয় দেন। এর জন্য নির্দ্বিধায় বাঙালি হিসেবে মুসলিমদের নিজেদের সংস্কৃতিকে বেশি করে তুলে ধরতে হবে। এদিন শিশুদের জন্য মজার পড়াশুনা নিয়ে কর্মশালা উপলক্ষে অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় ও বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের উদ্যোগে ‘শিশু শিক্ষা শিখি’ নামে একটি পত্রিকা প্রকাশিত হয়।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder