BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা ৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি কুম্ভমেলায় যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর  ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি ইরান সফরে ল্যাভরভ এনসিপিইউএল-এর বিশ্ব উর্দু সম্মেলন মথুরাপুরে শুরু হল চারদিনের এম পি কাপ ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর ঘটবে ‘বিরল’ ঘটনা প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস

এবার মেডিক্যাল নিট ইউজি হবে পেন-পেপার, ওএমআর- শিটে

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (ইউজি নিট)-২০২৫ পরীক্ষা নেওয়া হবে পেন অ্যান্ড পেপার মোডে ওএমআর- শিটে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন গাইডলাইন অনুযায়ী ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর সিদ্ধান্ত, চলতি বছর খাতায় এবং কলমেই এই পরীক্ষা নেওয়া হবে। একদিনে একটা নির্দিষ্ট সময়ে ওএমআর শিটে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা।

পরীক্ষা নেওয়া হবে একদিনে, এক অর্ধে। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সুপারিশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনটিএ।

গত মাস পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রক এই সিদ্ধান্তে আসতে পারেনি যে, ডাক্তারিতে ভর্তির নিট ইউজি পরীক্ষা পেন অ্যান্ড পেপার মোডে নাকি কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে হবে। এদিনের ঘোষণার মধ্যে এটা অন্তত পরিষ্কার হয়ে গেল চিরাচরিত পদ্ধতির মতোই ডাক্তারিতে ভর্তির নিট ইউজি পরীক্ষা পেন-কাগজ পদ্ধতিতেই নেওয়া হতে চলেছে। খুব শীঘ্রই পরীক্ষা সংক্রান্ত ঘোষণা করে দেওয়া হবে।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder