BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট টানেল ধ্বস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর ‘শাট আপ মোদি’তে মুখরিত হবে সংসদ, নয়া স্লোগান তোলার ডাক রাজার ভারত-পাক মহারণ: মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাক মহারণ: সেমিতে ওঠার লড়াই রোহিতদের , টিকে থাকার লড়াই রিজওয়ানদের টস হারলেন রোহিত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল করবে ভারত

সেদিনের মমতা স্পর্শ ভোলেননি, পরমব্রত সম্মান নিয়ে জানালেন তরুণ আইপিএস

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: রক্তে ভিজে গিয়েছে উর্দি। তবু আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মাঠ ছাড়তে নারাজ। তেমনই এক সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক প্রধান হিসেবে নয় ঠিক যেন স্নেহশীল অভিভাবক হিসেবে পাশে পেয়েছিলেন এক তরুণ আইপিএস।
সেই তরুণ আইপিএস অনীশ সরকার তাঁর এই অভিজ্ঞতার কথা শোনালেন শনিবার। কলকাতা প্রেস ক্লাবে। উপলক্ষ মুর্শিদাবাদের বহরমপুর থেকে অনিয়মিত ভাবে প্রকাশিত সাহিত্যপত্রিকা জন্মদিনের উদ্যোগে সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানেই পরমব্রত সম্মানে সম্মানিত করা হয় অনীশকে। তার পরই স্মৃতির সরণি ধরে তরুণ আইপিএস পিছিয়ে যান কয়েক বছর। বালিরঘাটের দুর্ঘটনা। সেতু থেকে নীচে পড়ে গিয়েছিল বাস। মৃত্যু হয়েছিল অনেকের। উদ্ধার কাজ শুরু করার পর পরই বদলে গিয়েছিল পরিস্থিতি। কিছু মানুষের প্ররোচনায় অশান্ত হয়ে উঠেছিল পরিবেশ। মাথায় ইটের আঘাত সহ্য করতে হয়েছিল অনীশকে। পরিস্থিতি পর্যবেক্ষণে এসে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘‘অনীশ তুমি গিয়ে চিকিৎসা করাও।’’ মাননীয়া সম্মান করে অনীশ জানিয়েছিলেন, আঘাত এসেছে ঠিকই কিন্তু মাঠ তিনি ছাড়বেন না। কারণ, তাঁর সহকর্মীরা এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লড়াই করছে।
প্রেস ক্লাবে শনিবারের অনুষ্ঠানের পৌরহিত্য করেছেন কবি জয় গোস্বামী। উপস্থিত ছিলেন যাদবপুরের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক অভীক মজুমদার।বহরমপুরের বাবুলবোনা রোড থেকে বিগত ২৬ বছর ধরে অনিয়মিত ভাবে প্রকাশিত সাহিত্যপত্রিকা জন্মদিনের সম্পাদনা করেন রাজীব ঘোষ ও সুবীর ঘোষ। তাঁদের উদ্যোগে দেওয়া হয় এই পুরস্কার। এ বছর রজস্বলা কাব্যগ্রন্থের জন্য সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার পেয়েছেন কবি অমৃতা ভট্টাচার্য। তাঁর হাতে সেই পুরস্কার তুলে দেন জয় গোস্বামী। ওই কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা পড়ে শোনান অমৃতা। অভীক বুঝিয়ে দেন কেন এ বার সুধীন্দ্রনাথ স্মৃতি পুরস্কার প্রাপক হিসেবে বেছে নেওয়া হয়েছে অমৃতাকে। এ বার শিকড়সন্ধানী পুরস্কারে পুরßৃñত হয়েছেন মুর্শিদাবাদের উদ্যোগপতি হিমাদ্রী দাস। বেলা ভট্টাচার্য স্মৃতি শিক্ষাব্রতী পুরস্কার পেয়েছেন প্রেসিডেন্ট, এ পি জে আবদুল কালাম ট্রাস্টের শ্রীমতি কুহেলি মুখার্জি। সভান্তে ছিল জয়ের বত্তৃ«তা। ছকভাঙা সেই বত্তৃ«তা মন কাড়ে সকলের।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder