পুবের কলম, ওয়েবডেস্ক: ট্রাক উল্টে কর্নাটকে মর্মান্তিক মৃত্যু হল ৮ জনের। আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কর্নাটকের উত্তর কন্নড় জেলার এনএইচ-৬৩ সড়কে। জানা গিয়েছে, একটি ট্রাকে প্রচুর ফল ও ৩০ জন যাত্রী নিয়ে এল্লাপুরার দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। রাস্তা থেকে প্রায় ৫০ ফুট নিচে পড়ে গাড়িটি। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে হুব্বাল্লির কেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।