পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরবঙ্গ সফরে আজ বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মঞ্চ থেকে তিনি বার্তা দিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মমুহূর্ত পালনের। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই পালন করুক ‘দেশনায়ক’-এর জন্মমুহূত।
আগামিকাল ২৩ জানুয়ারি। এ বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিকী। এই দেশনায়ক বেলা ১২টা ১৫ মিনিটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাই সেই মুহূর্তকে উত্তরবঙ্গে স্মরণীয় করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, নেতাজির জন্মমুহূর্তকে উদযাপন করতে হবে উত্তরবঙ্গে। বাড়ির মহিলারা আগামিকাল বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ উলুধ্বনি, শঙ্খধ্বনি দেবেন।অন্য সম্প্রদায়ের মানুষকেও এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। মুসলমান সম্প্রদায়ের মানুষদের আজান দেওয়ার কথা বলেন। খ্রিষ্টান ধর্মাবল্মীদেরও এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। সব সম্প্রদায়ের মানুষকে এবারও তিনি জন্মজয়ন্তী পালনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গ সফরে আগামিকালও মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে থাকছেন। সেখানেই তিনি নেতাজিকে স্মরণ করবেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অবিস্মরণীয়। নেতাজির জন্মদিনকে ‘জাতীয় ছুটি’ হিসেবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করুক, দীর্ঘ দিন এই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।