BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

নেতাজি বড় চক্রান্তের শিকার, কেন্দ্রকে দুষে আক্ষেপ মুখ্যমন্ত্রীর

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: তরাই- ডুয়ার্সে এই প্রথম নেতাজির জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, ঠিক বারোটা বেজে পনেরো মিনিটে শঙ্খ বাজিয়ে নেতাজির ১২৮ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান পালন করলেন কালচিনিতে। মঞ্চেই আক্ষেপ করে বললেন, নেতাজি বড় চক্রান্তের শিকার। দুঃখ হয়, আমাদের জন্য এত লড়াই করলেন, কীভাবে তাঁর মৃত্যু হল, আজও আমরা জানতে পারলাম না। নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করতে পারে, সেজন্য কেন্দ্রের উচিত, নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা। অথচ আজও ওরা তা করেনি, তবে আমরা রাজ্যের তরফে নেতাজির জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করেছি।
প্রায় দশ বছর আগে রাজ্যের কাছে থাকা নেতাজি সংক্রান্ত ৬৪ টি ফাইল প্রকাশ করা হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, কেন্দ্র কেন তাদের কাছে থাকা ফাইল প্রকাশ্যে আনছে না? বৃহস্পতিবার নেতাজির জন্মদিনে টুইট করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজিকে যথাযথ সম্মান না জানানোর জন্য কেন্দ্রকে দুষলেন মমতা ব¨্যােপাধ্যায়। নেতাজির উদ্ভাবন করা যোজনা কমিশন তুলে দেওয়া নিয়েও কেন্দ্রের সমালোচনা করলেন।
বৃহস্পতিবার ডুয়ার্সের মঞ্চে নেতাজির আদর্শের কথা তুলে ধরলেন মমতা ব¨্যােপাধ্যায়। বললেন, নেতাজি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছিলেন। সেই আদর্শকে সামনে রেখেই এগিয়ে চলেছে বাংলা।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder