পুবের কলম, ওয়েবডেস্ক: একের পর এক বাড়ি হেলে পড়ছে শহর কলকাতার বুকে। বাঘাযতীন, ট্যাংরা, বিধাননগরের পর এবার তপসিয়াতে হেলে পড়ল বহুতল।কয়েকটা বিম দিয়ে দুটি বহুতলের মাঝে ঠেকনা দেওয়া হয়েছে। আপাতত সেই বিমগুলির উপর ভর করেই দাঁড়িয়ে রয়েছে হেলে পড়া আবাসনটি। আবাসনের বাসিন্দাদের চোখে-মুখে আতঙ্কের ছাপ । এদিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলরের কাছে ওয়ার্ডের সমস্ত বিপজ্জনক আবাসনের তথ্য চাওয়া হয়েছে।