BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট বন্যায় ক্ষতিগ্রস্ত জমি, চাষিদের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত রাজ্যের আরও দুটি নয়া কোর্স চালু করছে আলিয়া সিটু-র অ্যাপ ক্যাব ধর্মঘট আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, জারি কমলা সতর্কতা রমজানে মসজিদে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করল সউদি আরব হাইটেক টুকলি! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এআইয়ের ব্যবহার, হাতেনাতে ধরা পড়ল পরীক্ষার্থী ভাষার জন্য তামিলরা প্রাণ দিয়েছে, ভাষার সঙ্গে খেললে ফল ভালো হবে না, হুঙ্কার কমল হাসানের সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা ৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি কুম্ভমেলায় যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

‘অভিন্ন আইন’ ধর্মীয় স্বাধীনতায় আঘাত: মাদানি

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

নয়াদিল্লি: সোমবার থেকে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানিবিধি (ইউসিসি) লাগু করেছে রাজ্যের বিজেপি সরকার। আর তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একাধিক মুসলিম সংগঠন এর তীব্র বিরোধিতা করেছে। জমিয়তে উলেমায়ে হি¨-ও ইউসিসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা সাফ জানিয়েছে, যেকোনও পরিস্থিতিতে ইউসিসি মুসলিমদের কাছে গ্রহণযোগ্য নয়।
এই প্রসঙ্গে জমিয়তে উলেমায়ে হি¨ের সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেন, উত্তরাখণ্ডে ইউসিসি লাগু করে দেশের সংবিধানকেই অমান্য করা হয়েছে। সংবিধানে ধর্মীয় স্বাধীনতার যে অধিকার দেওয়া হয়েছে তাকে সম্পূর্ণ লঙ্ঘন করেছে এই অভিন্ন দেওয়ানি আইন। এই আইন দেশের গণতন্ত্রের উপর বড় আঘাত।
মাদানি আরও বলেন, ইউসিসি কার্যকর করার ক্ষেত্রে যেভাবে সংশ্লিষ্ট পক্ষের অভিযোগগুলিকে অবজ্ঞা করা হয়েছে বিশেষকরে সংখ্যালঘু মুসলিমদের, তা অন্যায্য। দেশের ল’ কমিশন ইউসিসি নিয়ে জনতার মতামত সংগ্রহ করেছিল এবং সেখানে বলা হয়েছিল, দেশের বৃহত্তর অংশের মানুষ ইউসিসি’কে সমর্থন করে না। তারপর ল’ কমিশনের পক্ষ থেকেই সরকারকে পরামর্শ দেওয়া হয়েছিল, ইউসিসি প্রত্যাশিতও নয়, প্রয়োজনীয়ও নয়। আর এই সুপারিশ ও মানুষের বৃহত্তর অংশের ভাবাবেগ থাকা সত্ত্বেও সেগুলিকে উপেক্ষা করে গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাহ্য করে সরকার স্বৈরাচারীর মতো এই আইন লাগু করল। মাওলানা মাদানিজোর দিয়ে বলেন, তাঁরা একাধিকবার রাজ্য সরকারের কাছে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে তাঁরা জানিয়েছিলেন, রাষ্ট্রের সংবিধান ও তার প্রণেতারা শরিয়াহ আইন বা পার্সোনাল ল’কে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন সরকার যদি সেই প্রতিশ্রুতি থেকে সরে যেতে চায়, সেক্ষেত্রে তাঁরা সংবিধান ও আইন মেনেই এর বিরুদ্ধে লড়াই করবেন। তিনি আরও বলেন, মুসলিমরা শরিয়াহ আইন মেনে চলার ক্ষেত্রে অবিচল। শরিয়াহ আইনকে চ্যালেঞ্জ করে এমন কোনও আইনকে মুসলিমরা গ্রহণ করবে না।
দেশের প্রথম রাজ্য হিসেবে ইউসিসি চালু করে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইউসিসি সংক্রান্ত পোর্টালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ঠিক আগেই রাজ্যে ইউসিসি লাগু করে ধামি সরকার। এই আইনের ফলে শরিয়াহ আইনকে কার্যত ‘অকেজো’ করার চেষ্টা হল। যদিও রাজ্যের তপশিলি জাতি ও উপজাতিদের ইউসিসি-র আওতার বাইরে রাখা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ হওয়ার ফলে এই আইনের আওতায় চলে আসবে বিয়ের বয়স, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকারের মতো বিষয়গুলি।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder