পুবের কলম প্রতিবেদক: শহর কলকাতার বেশ কিছু বহুতল হেলে পড়েছে। এমনকী, বাঘাযতীন এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছাড়ায়। তারপর ট্যাংরার ঘটনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কীভাবে সমাস্যার সমাধান হতে পারে, সেই ভাবনা থেকেই বিশেষ বৈঠক করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বুধবার পুরসভায় নিজের চেম্বারে হরিয়ানার এক সংস্থার দুই প্রতিনিধির সঙ্গে বিশেষ বৈঠক করেন ফিরহাদ। জানা গিয়েছে, এই সংস্থা হেলে পড়া বাড়ি লিফটিং করে। মূলত বাড়ি উঁচু করা বা সমান করার কাজ করে সেই সংস্থা। এমনিতেই, বাঘাযতীনের ঘটনায় হরিয়ানার এক সংস্থার নাম জড়ায়। তবে এই সংস্থার সঙ্গে আগের কোনও সম্পর্ক নেই।
জানা গিয়েছে, মেয়র ফিরহাদ হাকিমের হরিয়ানার ওই সংস্থার দুই কর্মীর আলোচনা হয়। আরও দু’জন বৈঠকে ছিলেন বলেও খবর। তাঁরা ট্রান্সলেটরের কাজ করছিলেন যাতে ভাষার কারণে কোনওরকম ভুল বোঝাবুঝি না হয়। আর কোনও বিপর্যয় ছাড়া হেলে পড়া বাড়িগুলি কীভাবে আবার সোজা করা যায়, মূলত সেই নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও খবর।