পুবের কলম ওয়েবডেস্ক: অবরুদ্ধ পশ্চিম তীরের উত্তরে তামুনের গ্রামাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে এ হামলা চালানো হয়েছে। হামলার বিষয়ে ইসরাইলের সেনাবাহিনীর দাবি, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় একটি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তামুনের বাসিন্দারা জানান, বিমান হামলাটি জনাকীর্ণ এলাকার একটি বাড়িতে আঘাত হেনেছে। এ দিকে হামাস এক বিবৃতিতে তামুনে নিহতদের প্রতি শোকপ্রকাশ করেছে। ইসরাইলকে তার অপরাধের মূল্য দিতে বাধ্য করার জন্য অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ইসরাইলের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ´ান জানিয়েছে তারা। গাজায় যুদ্ধবিরতির পর ইসরাইল পশ্চিম তীরে কঠোর অভিযান চালানো অব্যাহত রেখেছে।