পুবের কলম, ওয়েবডেস্ক: কোন কোন জিনিসের দাম কমল আজকের বাজেটে। দেখে নিন এক নজরে।
১) বৈদ্যুতিন জিনিসে কমানো হয়েছে শুল্ক । ফলস্বরূপ সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি।
২) মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমায় দাম কমবে মোবাইলের।
৩) ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি।
৪) লেড এবং জিঙ্কের উপর থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহার করায় ব্যাটারির দাম কমবে।
৫) সস্তা হবে মেডিক্যাল এবং সার্জিক্যাল সরঞ্জামও।
৬) দাম কমবে জাহাজের যন্ত্রাংশের।
৭) দেশে তৈরি পোশাকও সস্তা হবে।
8) সামুদ্রিক মাছ-সহ একাধিক সিফুডের দামও কমবে।
৯) ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক।
১০) ক্যারিয়ার-গ্রেড ইথারনেটের সুইচ এবং এলসিডি/এলইডি টিভির ‘সেল’-এর দাম কমবে।