পুবের কলম ওয়েবডেস্ক: কিসান ক্রেডিট কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। বাড়ানো হল কিসান ক্রেডিট কার্ডে ঋণের সীমা।কেন্দ্রীয় বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা নির্মলা সীতারামনের।কৃষকদের উন্নয়নে ও আত্মনির্ভরতা বাড়াতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেটে। কৃষকদের জন্য স্বল্প মেয়াদী ঋণ প্রকল্প হল কিসান ক্রেডিট কার্ড। অর্থমন্ত্রী জানান, দেশের ৭.৭ কোটি কৃষক ও মৎসজীবী এই স্কিমে উপকৃত। কিসান ক্রেডিট কার্ডে ঋমের সীমা বা লোন লিমিট ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল।