পুবের কলম প্রতিবেদক: শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাগ্দেবীর পুজো নিয়ে শুরু হয়েছিল বাগবিতণ্ডা। অনেক কলেজে সরস্বতী পুজোর অনুমতি আদায় করতে হয়েছে আদালত থেকে। কলেজ চত্বরে পুলিশ প্রহরা দিয়ে বাগদেবীর পুজো করতে হয়েছে। খোদ মুখ্যমন্ত্রীর কলেজে অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরি আইন কলেজে সরস্বতী পুজো নিয়ে সমস্যা তৈরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। খোঁজখবর নিতে বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। যদিও পরবর্তীকালে পরিস্থিতি আয়ত্তে আসে। এই আবহে সমস্ত বাধা কাটিয়ে বিদ্যার আলোতে আলোকিত হয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিতে গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষার অঙ্গনে এসে দাঁড়ানো যুব সম্প্রদায়কে উজ্জীবিত করতে মুখ্যমন্ত্রী লিখলেন— আজ বসন্ত পঞ্চমীতে/ যৌবন এসো নতুন স্রোতে/ ভেঙে ফেলো বাধাবিঘ্ন/ হতাশাকে করো ছিন্ন।
এই গানের মধ্যে দিয়েই সরস্বতী বন্দনা সংগীতের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সরস্বতী পুজোর লগ্নটি রাজ্যবাসীর সঙ্গে ভাগ করে নিতে চাইলেন মুখ্যমন্ত্রী। গানের মাধ্যমে সত্যকে সামনে রেখে বিশ্ব জয়ে যুব সম্প্রদায়কে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। গানটির কথা ও সুর মুখ্যমন্ত্রীর। গেয়েছেন অদিতি মুন্সি। চলচ্চিত্র উৎসব, নববর্ষ, থেকে শারদীয়া উৎসব— এমন অনেক পার্বণেই গান লিখে থাকেন মুখ্যমন্ত্রী। শুভ উৎসবে গানের মাধ্যমে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজোতেও তারই পুনরাবৃত্তি ঘটল।