পুবের কলম প্রতিবেদক: চলতি মহাকুম্ভে পূণ্যস্নানের জন্য বাংলা থেকে যাওয়া পূণ্যার্থীদের সুবিধার জন্য নবান্নে খোলা হল কন্ট্রোল রুম। ওই কন্ট্রোল রুম ২৪ ঘন্টাই চালু থাকবে। পাশাপাশি চালু করা হয়েছে হেল্পলাইনও। ০৩৩২২১৪-৩৫২৬ নম্বরে ফোন করে পূণ্যার্থী কিংবা তার পরিবারের সদস্যরা সমস্যার কথা জানাতে পারবেন। সেই সমস্যা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলতি মহাকুম্ভে বাংল থেকে বহু পূণ্যার্থী পূণ্য লোভের আশায় স্নান করতে হাজির হয়েছেন। কিন্তু কোন জেলা থেকে কত পরিমাণ পূণ্যার্থী বা পূণ্য লোভাতুররা প্রয়াগরাজে হাজির হয়েছেন, সে বিষয়ে রাজ্য সরকারের কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। গত বুধবারই মৌনী অমবস্যা উপলক্ষে অমৃত স্নানে পদপিষ্টের মতো ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসংখ্য ভক্ত। যদিও যোগী আদিত্যনাথের প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, পদপিষ্টের ঘটনায় মাত্র ৩০ ভক্তের মৃত্যু হয়েছে এবং ৬০ জন আহত হয়েছেন। কিন্তু ওই পরিসংখ্যান বিশ্বাসযোগ্য নয়। কেননা, এখনও পদপিষ্টের ঘটনার পর শতাধিক পূণ্যার্থীর খোঁজ মেলেনি।
বাংলা থেকে কুম্ভে পূণ্য স্নানে গিয়ে বেশ কয়েকজন পূণ্যার্থীর মৃত্যুর খবর মিলেছে। বেশ কয়েকজন নিখোঁজ থাকার পরে বাড়ি ফিরে এসেছেন। যদিও এখনও বেশ কয়েকজনের খোঁজ পাচ্ছেন না পরিজনরা। ফলে তাদের রাতের ঘুম উবেছে। এখনও উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছেন। এবার তাঁদের সুবিধার জন্য ২৪ ঘন্টার কন্ট্রোলরুম চালু করেছে রাজ্য সরকার। কুম্ভ মেলা শেষ না হওয়া পর্যন্ত কন্ট্রোল রুম থেকেই পরিস্থিতির উপরে বিশেষ নজর রাখা হবে। কেউ নিখোঁজ হলে কিংবা কুম্ভে গিয়ে কোনও কারণে মারা গেলে তাদের পরিবারকে সব রকমের সহযোগিতা করা হবে।