পুবের কলম, ওয়েবডেস্ক: বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাট কাণ্ডে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার। নাম অভিষেক নাগরা। জানা গেছে, এদিন অভিযুক্তকে গ্রেফতার করেছে নেতাজি নগর থানার পুলিশ। অভিষেকের সংস্থায় বাঘাযতীনের হেলে পড়া ওই ফ্ল্যাটটিকে সোজা করার দায়িত্ব নিয়েছিল।তবে সেই ঘটনায় কাজের কাজ না হলেও বড়সড় বিপর্যয় নেমে এসেছে বাসিন্দাদের জীবনে।
উল্লেখ্য,গত ১৪ জানুয়ারি বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনি এলাকায় একটি বহুতল হেলে পড়ে। ফ্ল্যাটটি আগে থেকেই হেলে ছিল। তা প্রোমোটারকে জানানোর পর তিনি হরিয়ানার এক সংস্থাকে বহুতল সোজা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর সেই কাজ করেনি অভিষেকের সংস্থা। বাসিন্দাদের অভিযোগ, ওই সংস্থা কাজ তো করতে পারেনি উল্টে তাদের বিপদ বাড়িয়েছে।
খবরটি প্রকাশ্যে এলেই ঘটনাস্থল পরিদর্শনে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট। পুরসভাকে না জানিয়ে প্রোমোটার এই কাজ করেছেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ, পুরসভার অনুমতি না নিয়ে অভিষেকের সংস্থা গাড়ি ওঠানোর যন্ত্র দিয়ে বিল্ডিং সোজা করার চেষ্টা করে।