পুবের কলম, ওয়েবডেস্ক: ম্যানহোল পরিষ্কার করতে নেমে রবিবার খাস কলকাতায় মৃত্যু হয় তিন শ্রমিকের। যাঁদের ২ জন ছিল মুর্শিদাবাদের লালগোলা ব্লকের আয়েরমারি গ্রাম পঞ্চায়েত এলাকার। মৃত হাসিবুলের বাড়ি টিকড়পাড়া এলাকায় এবং ফরজেমের বাড়ি বাতাপারা এলাকায়।
প্রশাসন সূত্রের খবর, সোমবার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসিবুল এবং ফরজেমের দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষ হলে আজ রাতের মধ্যেই তাঁদের দেহ লালগোলায় পৌঁছে যাবে। ইতিমধ্যে স্থানীয় তৃণমূল নেতৃত্বে মৃত হাসিবুল এবং ফরজেমের জানাজার জন্য যাবতীয় ব্যবস্থা করে রাখা হয়েছে।
এদিকে তিন শ্রমিকের মৃত্যু ঘটনায় ঠিকাদারকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত ঠিকাদার আলিমুদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদে। আরও একজনের সন্ধানে রয়েছে পুলিশ। এই ঘটনায় কেএমডিএ-র কোনও আধিকারিকের গাফিলতি ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে।