পুবের কলম, ওয়েবডেস্ক: ফের রক্তাক্ত উপত্যকা! সোমবার জঙ্গি হামলায় নিহত এক প্রাক্তন সেনাকর্মী মৃত্যু। আর গুরুতর আহত তাঁর স্ত্রী-মেয়ে। এদিন জঙ্গিরা অবসরপ্রাপ্ত সেনা মঞ্জুর আহমেদ ওয়াগে ও তাঁর পরিবারের উপর এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনায় সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওয়াগের মৃত্যু হয়। তাঁর স্ত্রী ও কন্যা আপাতত বিপদমুক্ত। চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
জঙ্গি হামলার খবর পাওয়া মাত্রই সেনাবাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে। সেনা, পুলিশ ও আধা সামরিক বাহিনীর একটি যৌথ দল জঙ্গিদের খোঁজে নেমে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওয়াগের পেটে গুলি লাগে এবং বাকি দুজনের পায়ে গুলি লেগেছে।