BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট তেলেঙ্গানায় সুড়ঙ্গে ধস, উদ্ধার কাজ নিয়ে খোঁজ নিলেন রাহুল গান্ধি জার্মানিতে চলছে ২১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ভোটের আগে ঘর গোছাতে রাজ্য সম্মেলন ঘোষণা তৃণমূলের, প্রধানবক্তা মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানে জেলবন্দি ইমরান খানের নামে স্টেডিয়াম টানেল ধস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর

ইন্দোরের পর এবার ভোপালেও প্রকাশ্যস্থানে নিষিদ্ধ ভিক্ষাবৃত্তি

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

ভোপাল, ৪ ফেব্রুয়ারি:  মধ্যপ্রদেশে ইন্দোরের পর এবার ভোপালেও নিষিদ্ধ ভিক্ষাবৃত্তি। সূত্রের খবর,  ভোপালের জেলাশাসক কে বিক্রম সিং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ (২) ধারা অনুসারে এসম্পর্কে বিধিনিষেধ জারি করেছেন।

 

তাতে বলা হয়েছে, ভোপালে প্রকাশ্যস্থানে এবার ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হল। উল্লেখ্য, এর আগে ইন্দোরের স্থানীয় প্রশাসন একই নিয়ম জারি করেছে। এমনকি ভিক্ষুকদের ভিক্ষা দিলে কিংবা ভিক্ষুকদের কাছ থেকে কোনও সামগ্রী কিনলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

সূত্রের খবর, ইন্দোর এবং ভোপালে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার অন্যতম লক্ষ্য হল সম্পূর্ণভাবে ভিক্ষাবৃত্তি বন্ধ করার  পাশাপাশি ভিক্ষুকদের পুনর্বাসন দেওয়া। প্রসঙ্গত, অনেকক্ষেত্রে ভিক্ষুকরা ট্র্যাফিক সিগন্যাল থেকে আরম্ভ করে প্রকাশ্যস্থানে ভিক্ষাবৃত্তি করেন। এদের অনেকে অপরাধমূলক কাজকর্ম কিংবা মাদকাসক্তির শিকার। ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার পাশাপাশি যে মানুষগুলি ভিক্ষাবৃত্তি করেন ওঁদের সুরক্ষা দিতেও উদ্যোগ নেবে প্রশাসন।

 

ই¨োর এবং ভোপালে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হলেও যে মানুষগুলি ভিক্ষুক হিসেবে জীবিকার্জন করেন, ওঁদের জন্য আবাসন, শিক্ষা, কর্মসংস্থানের মতো প্রয়োজনীয় সুযোগগুলি তৈরি করাও জরুরি। দীর্ঘমেয়াদি সমাধানে যে উদ্যোগগুলি কাজে লাগালে দারিo্য দূরীকরণও সম্ভব। অনেকে এককভাবে ভিক্ষা করেন, আবার সপরিবারেও ভিক্ষা করেন অনেকে। যে মানুষগুলি ট্র্যাফিক সিগন্যালে ভিক্ষা করেন এর জেরে পথ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সূত্রের খবর, ভোপালে প্রকাশ্যস্থানে ভিক্ষাবৃত্তি বন্ধে যে নিয়ম জারি করা হয়েছে, তা ভঙ্গ করলে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ নম্বর ধারা অনুসারে এক বছরের কারাবাস কিংবা ২ হাজার ৫০০ টাকা জরিমানা হবে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder