নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি: ইডির পর এবার এসিবি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) আধিকারিকরা। শুক্রবার দুপুরে এসিবি-র একটি দল কেজরিওয়ালের বাসভবনে ঢুকে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে যায় বলে খবর।
সূত্রের খবর, এর আগে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, আম বিধায়কদের মোটা টাকার টোপের সঙ্গে মন্ত্রীপদ দেওয়ার টোপ দিচ্ছে বিজেপি। এভাবেই দলের বিধায়কদের ভাঙ্গানোর চেষ্টা করা হচ্ছে। কেজরির অভিযোগ আদৌও সত্য কিনা! তা জানতে তদন্তের নির্দেশ দেন দিল্লির উপরাজ্যপাল। শুক্রবার উপরাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি এসিবি তদন্তের জন্য মুখ্যসচিবকে চিঠি দেয়। তারপরই এসিবি আধিকারিকরা আপ সুপ্রিমোর বাসভবনে গিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে আপ নেতৃত্বরা।
#WATCH | Delhi: AAP legal cell president Sanjeev Nasiar says, “It is very surprising. The ACB team sitting here for the last half an hour has no papers or instructions. They are continuously talking to someone on call. When we asked for a notice or authorisation for… https://t.co/izZFWsKC5x pic.twitter.com/0EwqZASuzs
— ANI (@ANI) February 7, 2025
Read More: মহাকুম্ভে ফের মহা বিপত্তি: ভয়ঙ্কর আগুনে জ্বলছে তাঁবু, দমকলের একাধিক ইঞ্জিন
আপের লিগ্যাল সেলের সভাপতি সঞ্জীব নাসিয়ার অভিযোগ করেছেন, “গত আধ ঘণ্টা ধরে এসিবি আধিকারিকরা এখানে (কেজরির বাসভবন) বসে রয়েছে। তাদের কাছে কোনও কাগজপত্র বা নির্দেশনা নেই। তদন্তকারীরা ফোনে অনবরত কারও সঙ্গে কথা বলছেন। আমরা তাদের কাছে তদন্তের জন্য নোটিশ বা অনুমোদনপত্র দেখতে চেয়েছি। কিন্তু তদন্তকারীরা বলেছে, তাদের কাছে কিছুই নেই। এটা খুবই আশ্চর্যজনক।” এই ঘটনা নিয়ে ইতিমধ্যে এসিবি অফিসে গিয়ে অভিযোগ দায়ের করেছেন সঞ্জীব নাসিয়ার। তাঁর প্রশ্ন, “কার নির্দেশে তারা কেজরিওয়ালের বাসভবনে বসে রয়েছে?” নাসিয়ার বলেছেন, এটি বিজেপির রাজনৈতিক খেলা, তারা চক্রান্ত করে এসব করছে। তবে পদ্ম শিবিরের মুখোশ দ্রুত খুলে যাবে।