পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে সাফল্য ভারতীয় সেনার। ৭ জঙ্গিকে খতম করল সেনা। এই ৭ জনের মধ্যে ৩ জন পাকিস্তান সেনাকর্মী ব্যাট-এর সদস্য। শুক্রবার ঘটনাটি ঘটেছে উপত্যকা রাজ্যের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি সেক্টরে। জানা গিয়েছে, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সেনা ক্যাম্পে হামলার ষড়যন্ত্র ছিল জঙ্গিদের। অনুপ্রবেশের চেষ্টার আগেই ৭ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। গত ৪-৫ ফেব্রুয়ারি রাতে চলে এই অভিযান।
Read More: কেজরিওয়ালের বাসভবনে এসিবি-র তল্লাশি, ‘পদ্মের রাজনৈতিক খেলা’ বলছে
সূত্রের খবর, জঙ্গি ও ব্যাট সদস্যরা সীমান্ত পারের চেষ্টা চালানোর সময় এলওসি-তে সন্দেহজনক গতিবিধি নজরে আসে সেনার। তৎপর হয়ে ওঠেন ভারতীর জওয়ানরা। সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় মৃত্যু হয় ৭ জনের। বাকিরা পাকিস্তানের দিকে পালিয়ে যায়।