আবদুল ওদুদ: প্রতিবছর মক্কা এবং মদিনায় হজ যাত্রীদের দেখাশোনার জন্য রাজ্য হজ অফিসার বা খাদেমুল হুজ্জাজ নিয়োগ করে কেন্দ্রীয় হজ কমিটি। এবছরও রাজ্য থেকে ৩৫ জন হজ অফিসার পাঠাবে কেন্দ্রীয় হজ কমিটি। রবিবার এই সমস্ত হজ অফিসারদের সাক্ষাৎকার এবং কম্পিউটারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শিল্পপতি খলিলুর রহমান। আরো উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকি ,রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের ডেপুটি ডাইরেক্টর শাহিদ আলম ,রাজ্য হজ কমিটির সদস্য কুতুব উদ্দিন তরফদার, মাওলানা আধুল হামিদ, রাকিবুল আজিজ, মেহের আব্বাস রিজভী, কামরুল হুদা , শেখ শাহজাহান,সামিমা রেহান খান সহ অন্যান্যরা।
রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান জানান এবছর ৩৫ জন রাজ্য হজ অফিসার কে পাঠানো হবে ।এর মধ্যে একজন মহিলা থাকবেন। ৭৮ জনের আবেদন জমা পড়েছিল রবিবার ৭৫ জন উপস্থিত হয়েছিলেন, এদের মধ্যে থেকেই বাছাই করা হবে রাজ্য হজ অফিসারদের চল্লিশ জনকে প্রাথমিক তালিকায় রাখা হবে। এর মধ্যে ৩৫ জনকে নেওয়া হবে।পাঁচ জনকে ওয়েটিং লিস্টে রাখার কথা বলা হয়েছে। রবিবার কম্পিউটার টেস্ট এবং মৌখিক সাক্ষাৎকার নেওয়া হয় এরপর এই সমস্ত হজ অফিসারদের একটি মেডিকেল পরীক্ষা হবে তারপর চূড়ান্ত তালিকা তৈরি করবে রাজ্য হজ কমিটি বলে চেয়ারম্যান জানান।
রাজ্য হজ কমিটির সদস্য কুতুব উদ্দিন তরফদার বলেন ,রাজ্য হজ কমিটি রাজ্যের প্রত্যেক মুসলমানের কাছে এক আবেগের অন্যতম জায়গা ।কাজেই এখানে কিছু করার আগে অবশ্যই আমাদের যাচাই করা উচিত। প্রত্যেক মুসলমানের আবেগ যাতে ক্ষুন্ন না হয় তার জন্য সমস্ত রকম চেষ্টা করা হবে আগামীতে। রাজ্য হজ কমিটির যে সমস্ত ভবনগুলি রয়েছে প্রত্যেকটিতে কিছু করার আগে অবশ্যই কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে দিনের বৈঠকে জানানো হয়।
খলিলুর রহমান বলেন, স্বচ্ছ হজ ব্যবস্থাপনার জন্য রাজ্য হজ কমিটির সব সময় তৎপর। সারা বছরই হজযাত্রার কাজকর্ম করে থাকে রাজ্য হজ কমিটি। এ বছরও সেই কাজটি করে যাচ্ছে। আগামীতে যাতে হজ ব্যবস্থাপনা আরো উন্নত হয় তার জন্য আগাম ব্যবস্থা নেয়া হবে। যে সমস্ত হজ অফিসারদের নিয়োগ করা হবে তাদের পারফরম্যান্স বিবেচনা করা হবে। তাঁরা মক্কা এবং মদিনাতে গিয়ে সঠিক ভাবে হজযাত্রীদের পরিষেবা দিচ্ছে কিনা, সে বিষয়ে প্রতিও নজর রাখা হবে বলে চেয়ারম্যান জানিয়ে দেন।