পুবের কলম, ওয়েডেস্ক: দুপুরের মেনুতে গরুর বিরিয়ানি! আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। বলা বাহুল্য, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ) রবিবারের মধ্যাহ্নভোজে চিকেন বিরিয়ানির পরিবর্তে বিফ বিরিয়ানি দেওয়া হবে বলে একটি নোটিশ শেয়ার করার পরে বিতর্ক দানা বাঁধে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্যার শাহ সুলেমান হলে টাঙানো হয় এই নোটিস। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই নোটিশে স্পষ্ট করে লেখা আছে, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ পড়ুয়ার সঙ্গে আলাপ -আলোচনার পর রবিবার দুপুরের খাবারের মেনুতে পরিবর্তন করা হয়েছে। সেখানে মুরগির মাংসের পরিবর্তে এবার গোমাংসের বিরিয়ানি দেওয়া হবে। আমাদের রেসিডেন্ট সদস্যদের দাবি মেনেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। নিচে কলেজের ক্যান্টিনের দায়িত্বে থাকা দুই জনের নাম দেওয়া হয়েছে। নোটিসে তারিখ দেওয়া হয়েছে ৯ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার। বিষয়টি নিয়ে শুরুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও মন্তব্য না করলেও বিতর্ক চরম আকার নিতেই মুখ খুলেছে বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুনঃ তিরুপতি প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি কাণ্ডে গ্রেফতার ৪
সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ভুল অনিচ্ছাকৃত এবং এর জন্য ক্ষমাপ্রার্থী তাঁরা। টাইপিংয়ের ভুল বলেও জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আরও বলা হয়েছে, ‘পুরো বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনার যথাযথ তদন্ত করে দোষীকে শাস্তি দেওয়া হবে।