মুম্বাই, ১০ ফেব্রুয়ারি: অশালীন মন্তব্য করে বিপাকে ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর অনুষ্ঠানে যৌনতা সম্পর্কিত অশালীন মন্তব্য করেন জনপ্রিয় ইউটিউবার। তাঁর এই মন্তব্যের পর বিতর্কের ঝড় ওঠে। রণবীরের মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন নেতিজেনরা। ইতিমধ্যে ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া সহ কমেডিয়ান সময় রায়নার বিরুদ্ধে মুম্বাই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। মুম্বইয়ের পুলিশ কমিশনার এবং রাজ্য মহিলা ও শিশু কমিশনও অভিযোগ দায়ের করেছে। যে কোনও সময় তাদের গ্রেফতার করা হতে পারে।
This crass show is going to do to #RanveerAllahabadia’s career what AIB Roast did to Arjun Kapoor’s & rest of them🤨
Zindagi nikal jaati hain naam kamane main & then you destroy everything with this?
Truly, bro did not hesitate
I have UNFOLLOWED himpic.twitter.com/HSrfRqTdH1
— PallaviCT (@pallavict) February 9, 2025
সম্প্রতি কমেডিয়ান সময় রায়নার ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। সেখানেই তিনি অশালীন মন্তব্য করে বসেন। তাঁর এই মন্তব্য জঘন্য বলে ব্যাখ্যা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ইউটিউবারের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। কিন্তু, আমাদের স্বাধীনতার সীমা ততটুকুই, যতক্ষণ না তা অন্য কারও স্বাধীনতাকে খর্ব করছে। সমাজে সুবিধার জন্য আমরা কিছু নিয়ম বানিয়েছি। কেউ সে নিয়ম যদি ভাঙে তার বিরুদ্ধে তো পদক্ষেপ করতেই হবে।’