পুবের কলম,ওয়েবডেস্ক: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন । সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত বিধায়কদের এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা । বলা বাহুল্য, ২৬ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে শাসক-দল তৃণমূল।
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তৃণমূল আগামী নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে আবারও ক্ষমতায় ফিরবে। তার কথায়, তৃণমূলের জয় নিশ্চিত এবং ২০২৬ সালের নির্বাচনে বাংলায় সবুজ ঝড় উঠবে।
হাইলাইটস
১. ছাব্বিশে ‘সবুজ ঝড়’ বাংলায়, দাবি মমতার
২. দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি। একইভাবে হরিয়ানাতে আপ হাত শিবিরকে সাহায্য করেনি। আপ-কং এর দ্বন্দ্বে ফায়দা লুটেছে বিজেপি।
তাই দুই জায়গায় বিজেপি জিতেছে।
বাংলায় কংগ্রেসের বাজেয়াপ্ত জব্দ। ওদের অবশিষ্টাংশ কিছুই নেই।
আমরা একাই যথেষ্ট। তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করেন যে, তৃণমূল দল একাই আগামী নির্বাচনে জয়লাভ করবে।
৩. আমরা চতুর্থবার সরকার গড়ব: মমতা