পুবের কলম, ওয়েবডেস্ক: এআই সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার প্যারিসের মাটিতে পা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন তাঁকে শুভেচ্ছা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরো। তাঁর আমন্ত্রণেই সেদেশে গিয়েছেন মোদি। যোগ দেবেন প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বৈঠকে। এই নিয়ে চতুর্থবার সেদেশে পা দিলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি এক্স-এ লেখেন, “প্যারিসে আমার বন্ধু রাষ্ট্রপতি ম্যাকরোর সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত।”
Read More: ট্রাম্পের গাজা খালির প্রস্তাবকে ‘কেলেঙ্কারি’ আখ্যা জার্মানির
ভারতের বিদেশমন্ত্রক সূত্রে খবর, এআই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সেখানে উপস্থিত উচ্চস্তরের নেতা ও রাষ্ট্রনেতাদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈঠকে বসবেন মোদি। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি ও কৌশল নিয়ে আলোচনা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। এরপর বুধবার সেখান থেকে আমেরিকায় যাবেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, মোদির শাসনকালে ভারত-ফ্রান্সের সম্পর্ক মজবুত হয়েছে। ২০১৪ সালের পর থেকে ভারতে তিন গুণ বিনিয়োগ বাড়িয়েছে ম্যাকরোর দেশ। এখনও পর্যন্ত ভারতে ৫৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ফ্রান্স।