পুবের কলম, ওয়েব ডেস্ক: শহরে ফের অগ্নিকাণ্ড! বালিগঞ্জের নামী বেসরকারি স্কুলে আগুন। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন। মঙ্গলবার বালিগঞ্জের ৬ নম্বর পাম অ্যাভিনিউের অশোক গার্লস হল স্কুলে আগুন। বিদ্যালয়ের তিন তলায় আগুন লাগে।
হাইলাইটস
১) পাম অ্যাভিনিউয়ের অশোকা হল গার্লস স্কুলে এ দিন বেলা পৌনে একটা আগুন লাগে।
২) স্কুল বন্ধ থাকায় এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা ।
৩) রক্ষণাবেক্ষণের কাজের জন্য এ দিন বন্ধ ছিল স্কুল।
৪) স্কুলের এয়ারকন্ডিশন থেকে শর্ট সার্কিট হলে আগুন লাগার ঘটনা ঘটেছিল।