পুবের কলম প্রতিবেদক: পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার পবিত্র শবে বরাত পালিত হবে। সেই উপলক্ষে রাজ্যে একদিনের ছুটি ঘোষণা করল নবান্ন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি সমস্ত সরকারি স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন, পুরসভা-সহ সমস্ত সরকারি ও সরকার পোষিত অফিস বন্ধ থাকবে।
প্রসঙ্গত, শাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাতের নাম শবে বরাত। হাদিসের ভাষায় ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ তথা ১৫ শাবানের রাত। ‘শবে বরাত’ ফারসি শব্দ। ‘শব’ শব্দের অর্থ রাত, ‘বরাত’ অর্থ নাজাত বা মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী।