BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট জার্মানিতে চলছে ২১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ভোটের আগে ঘর গোছাতে রাজ্য সম্মেলন ঘোষণা তৃণমূলের, প্রধানবক্তা মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানে জেলবন্দি ইমরান খানের নামে স্টেডিয়াম টানেল ধস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর ‘শাট আপ মোদি’তে মুখরিত হবে সংসদ, নয়া স্লোগান তোলার ডাক রাজার

মোদির ‘বিশ্বগুরু’র দাবি নাকচ করল ফোর্বসের রিপোর্ট

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় বিজেপি তথা কেন্দ্রীয় সরকার ভারত ‘বিশ্বগুরু’র পর্যায়ে উন্নীত হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু বাস্তব তা নয়। বরং মোদি জমানায় ভারতের কূটনীতি দেশের পক্ষে ক্ষতিকর হয়ে উঠছে। কারণ প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে মোদি জমানায়।

এনিয়ে চর্চার আবহে ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্টের তথ্য যুগ্মভাবে প্রকাশ করল ফোর্বস। ২০২৫ সালে পৃথিবীর ক্ষমতাশালী দেশগুলির যে তালিকা তৈরি করা হয়েছে , তাতে বিশ্বের প্রথম ১০টি দেশের তালিকায় নাম নেই ভারতের। ভারত কেবল দ্বাদশ স্থানাধিকারী দেশ নয়, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইসরায়েলের মতো ছোট দেশের চেয়েও কম শক্তিধর দেশ ভারত।

মোদির বিশ্বগুরুর দাবি নিয়ে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি যে দাবি করছে, এর সত্যতা ফোর্বসের প্রকাশিত রিপোর্টে ধরা পড়েছে। ফোর্বস ওই রিপোর্ট প্রকাশ করার পরে বিশেষজ্ঞরা মনে করছেন, এবার ভারতকে নিজের বিদেশ নীতি পুনর্মূল্যায়ন করতে হবে। মোদি সরকার লাগাতারভাবে কোটি কোটি টাকা বিজ্ঞাপন খাতে জলের মতো খরচ করে দাবি করছে, ভারত মোদি জমানায় আত্মনির্ভর দেশ হিসেবে নিজের জায়গা তৈরি করেছে। ভারতের অর্থনীতি ক্রমশ বিকশিত হচ্ছে, বৃহৎ সামরিক শক্তি এবং বিশ্ব কূটনীতিতেও দেশ বেশি মাত্রায় প্রভাব বিস্তার করছে।

ফোর্বস সূত্রের খবর, নেতৃত্ব, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, পারস্পরিক সমঝোতার শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তি খতিয়ে দেখে বিশ্বের শক্তিশালী দেশের তালিকা নির্ধারিত হয়েছে। দেখা যাচ্ছে, ২০১৪ সাল থেকে এপর্যন্ত মোদি জমানায় ভারতের সঙ্গে পাকিস্তান এবং চিনের সম্পর্কেরও অবনতি হয়েছে। এছাড়া প্রতিবেশী দেশ নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দেশ স্বাধীন হওয়ার পরে দশকের পর দশক ভালো থাকলেও গত ১০ বছরে মোদি জমানায় সেই সম্পর্কের অবনতি হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর ভারতের মুখ আরও পুড়ল। রিপোর্টে কার্যত বলা হয়েছে, বিশ্বগুরু দূরের কথা আঞ্চলিক কূটনীতিতে ভারত এখন ব্যাকফুটে। মোদি পরিচালিত ভারত সরকার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ করে দেশকে শক্তিশালী করার পরিবর্তে পিছনের দিকে টেনে নিয়ে চলেছে।

তাছাড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতিতে ভারত পায়ের তলায় শক্ত মাটি পাচ্ছে না। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের চেয়ে অনেক এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চিন। বর্তমান বিশ্ব রাজনীতিতে ভারতের কথা তেমন খাটছে না।

মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন, নয়া নাম ‘আমেরিকা উপসাগর’

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder