শ্রীনগর, ১১ ফেব্রুয়ারিঃ জম্মু-কাশ্মীরের আখনুরে আইইডি বিস্ফোরণে দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণরেখায় টহল দেওয়ার সময় আইইডি বিস্ফোরণে ২ জওয়ানের মৃত্যু হয়। আহত এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার সন্ত্রাসী হামলা প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এলওসির কাছে আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণে তিন জওয়ান আহত হন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন দুই জওয়ানের মৃত্যু হয়। নিয়ন্ত্রণরেখায় টহল দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এলাকায় বাহিনী তল্লাশি চালাচ্ছে।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টের দিকে জম্মুর খুর থানার কেরি বট্টল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সেনাকর্তারা জানিয়েছেন, আইইডি বিস্ফোরণে নিয়ন্ত্রণরেখায় টহলরত তিন জওয়ান আহত হয়েছিলেন। হাসপাতালে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। অপর এক জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় বাহিনী।
এর আগে সোমবার, হোয়াইট নাইট কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং এবং লেফটেন্যান্ট জেনারেল নবীন সচদেবা রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখায় সংঘটিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে পর্যালোচনা করেছিলেন।
দু’দিন আগে রাজৌরি জেলার কেরি সেক্টরে সন্ত্রাসীদের গুলি চালানোর কথা জানিয়েছিল সেনাবাহিনী। একই সময়ে গোয়েন্দা সংস্থাগুলি নিয়ন্ত্রণরেখার ওপারে লঞ্চ প্যাডে প্রায় ১০০ সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার সম্ভাবনার কথা জানিয়েছে।