মণিপুরে ব্যর্থ মোদির অ্যাক্ট ইস্ট পলিসি: সুস্মিতা

- আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
- / 21
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারিঃ বাজেট নিয়ে আলোচনায় রাজ্যসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাক্ট ইস্ট পলিসিকে উত্তর-পূর্ব ভারতে ব্যর্থ বলে আখ্যা দিলেন তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, গত দুই বছরে মণিপুরের মানুষ এতোটা যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন অথচ বাজেটে তাদের জন্য কিছুই রাখা হয়নি। প্রধানমন্ত্রী মুখে বলেন অ্যাক্ট ইস্ট অথচ তাদের কাজে অন্য ভাবনা চোখে পড়ে। যদি সত্য উত্তর-পূর্বের জন্য ভাবতেন তাহলে মণিপুরের জন্য বাজেটে কিছু থাকতো।
সুস্মিতা বলেনি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং লুক ইস্ট পলিসির মাধ্যমে উত্তর-পূর্ব ভারতকে উন্নত করার সুদুর প্রসারী পরিকল্পনা হাতে নিয়ে ছিলেন। তাঁর বিভিন্ন সিদ্ধান্তের ফলে আজ কিছুটা হলেও উন্নতি হয়েছে ওই এলাকায়। তবে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর সেই নীতিগুলি বাতিল করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে উত্তর-পূর্বের জন্য আর্থিক অনুদান কমিয়ে আনা হয়েছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করার সময় অন্তত ৫০০ বার বিহারের নাম বলেছেন। তাঁর মুখে একবারও আসেনি উত্তরপূর্বের বঞ্চিত নাগরিকদের কথা। এতেই তাদের মনোভাব স্পষ্ট। মণিপুরে এখনও প্রায় ৬০ হাজার মানুষ গৃহহীন। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ইস্তফা এই ক্ষত ভরে দেবে না। আমার মনে হয়, সরকার এই দাঙ্গা চেয়েছিল এবং তারা ভেতরে ভেতরে ইন্ধন যুগিয়েছে। নিরপেক্ষ তদন্ত হলে অনেক কিছুই উঠে আসবে। আমার বিশ্বাস একদিন সত্যি সামনে আসবে।
https://puberkalom.com/anganwadi-centers-lpg