BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট কোভিডের উৎস কি রেকুন কুকুর? রাজ্য সরকারের উদ্যোগে আজ মুখ্যমন্ত্রীর মুখোমুখি ডাক্তাররা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু

১৯৮৪-র শিখ দাঙ্গা: খুনের দায়ে দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ

রিপোর্টার:
  • শেষ আপডেট: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম, ওয়েবডেস্ক: শিখ বিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। বুধবার প্রাক্তন সাংসদ সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এদিন আদালতের বিশেষ বিচারক কাবেরী বাওয়েজা অভিযুক্ত কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি এই মামলার সাজা ঘোষণা করবেন বিচারক।

প্রসঙ্গত, ১৯৮৪ সালের ১ নভেম্বর শিখ বিরোধী দাঙ্গায় যশবন্ত সিং ও তাঁর ছেলে তরুণদীপ সিংকে খুন করার অভিযোগ উঠেছিল কুমারের বিরুদ্ধে। এই মামলায় দীর্ঘ সময়ে পর খুন দায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। অন্যদিকে দিল্লি ক্যান্টনে শিখ বিরোধী অপর একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে প্রাক্তন কংগ্রেস নেতাকে। বর্তমানে সজ্জন কুমার তিহার জেলে সাজা ভোগ করছেন। এবার আরও একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন তিনি।

Read More: ফের আইইডি বিস্ফোরণ, জম্মু-কাশ্মীরে নিহত দুই সেনা-জওয়ান

আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক জগদীপ সিং কাহালোঁ। এদিন তিনি বলেছেন, “৪০ বছর আগে শিখ গণহত্যার নেতৃত্ব দেওয়া সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করল আদালত। এবার তার সাজা ঘোষণা করা হবে। এজন্য আদালতকে ধন্যবাদ জানাই। কেন্দ্রে ক্ষমতায় ফিরে এই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এজন্য মোদি-শাহকে ধন্যবাদ।”

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder