পুবের কলম,ওয়েবডেস্ক: কংগ্রেস নেতা আবদুল হান্নানের গাড়িতে হামলা। প্রাণনাশের আশঙ্কা কংগ্রেস নেতার। বাইক নিয়ে কংগ্রেস নেতার গাড়িতে ধাক্কা। অভিযোগের তীর শাসক দলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।
১) কংগ্রেস নেতা এবং মালদা জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নানের গাড়িতে হামলা।
২) প্রাণনাশের আশঙ্কা কংগ্রেস নেতার
৩) যাচ্ছিলেন কালিয়াচকে। তবে পথিমধ্যে হামলা হওয়ায় যাত্রা বিঘ্নিত হয়:
৪) জাতীয় সড়কে তার গাড়িতে সজোরে ধাক্কার অভিযোগ।
৫) কালিয়াচক থানায় দায়ের অভিযোগ।