নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস সাংসদদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভা এবং লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদরা। সূত্রের খবর, প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল-সহ তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরাও। এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদদের ওই প্রতিনিধি দলের তরফে অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৪ দ্রুত সই করার আর্জি জানানো হয়েছে। এই বিলটি গত ৬ সেপ্টেম্বর রাজ্যপাল সিভি আনন্দ বোস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠান। এর আগে গত ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিলটি সর্বসম্মতভাবে পাস হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ওমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিলে নারী ধর্ষণ এবং নারীর বিরুদ্ধে অপরাধের ঘটনার সর্বোচ্চ শাস্তি প্রাণদণ্ড এবং এই বিলে কমপক্ষে এধরনের অপরাধের শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাবাসের কথা বলা হয়েছে। এছাড়া নারীর বিরুদ্ধে অপরাধ সংঘটিত হলে ওই বিলে সেইসব অপরাধের তদন্ত দ্রুত শেষ করে ন্যায়বিচার এবং কঠোরতম শাস্তির পক্ষেও সওয়াল করা হয়েছে। এছাড়া ২১ দিনের ভিতর তদন্ত সমাপ্ত করা এবং ৩০ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ওমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিলে।
এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর তৃণমূল কংগ্রেস সাংসদদের ওই প্রতিনিধি দল সংবাদ মাধ্যমের কাছে রাষ্ট্রপতি কাছে জানানো আর্জি সম্পর্কে জানিয়েছেন। এদিন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের কথা রাষ্ট্রপতি ধৈর্য্য ধরে শুনেছেন। বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন। উল্লেখ্য, গত ৯ অগাস্ট আরজি করে তিলোত্তমা-কাণ্ডের পরে রাজ্য সরকার ওমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিলটি আনে।