পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র শবে বরাতে বন্ধ করে দেওয়া হল শ্রীনগরের জামিয়া মসজিদ। নিরাপত্তার কারণ দেখিয়ে মসজিদ সিল করে দিয়েছে উপত্যকা রাজ্যের দায়িত্বে থাকা নিরাপত্তা সংস্থা। যদিও এই সিদ্ধান্ত “দুর্ভাগ্যজনক” বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এদিন তিনি এক্স বার্তায় বলেন, “শবে বরাতে শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদ বন্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত কাশ্মীরের মানুষের প্রতি আস্থার অভাব। একইসঙ্গে আইনশৃঙ্খলা প্রতি তাদের বিশ্বাস নেই। আইনের প্রতি বিশ্বাস না থাকলে শান্তি প্রতিষ্ঠিত হবে না।”