পুবের কলম ওয়েবডেস্ক: হাওড়া ডিভিশনেও ভোগান্তি যাত্রীদের। সপ্তাহান্তে লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখাতে। আগেই বিবৃতি দিয়ে জানিয়েছিল পূর্ব রেল। শনিবার রাত ১১ টা থেকে রবিবার সকাল ১১ টা পর্যন্ত আপ ডাউন মিলিয়ে বাতিল থাকবে প্রায় ১৪ জোড়া লোকাল ট্রেন। রেল বলছে, মেরামতির কাজের জন্যই এই উদ্যোগ।
দিয়ারা ও নসিবপুরের মাঝে ১৬ নম্বর ব্রিজ এবং নসিবপুর ও সিঙ্গুরের মাঝে ২১ নম্বর ব্রিজের পুননির্মানের কাজ হবে। সে কারণেই টানা দু’দিন ট্রেন বাতিল বলে জানাচ্ছে পূর্ব রেল। রবিবার ভোর থেকে সকাল ১১ টা বন্ধ থাকবে ১৪ টি ডাউন ট্রেন। যার মধ্যে ডাউন তারকেশ্বর-হাওড়া লোকাল ৮ টি, ডাউন তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল ২টি, ডাউন গোঘাট-হাওড়া লোকাল একটি, ডাউন গোঘাট-তারকেশ্বর লোকাল একটি, ডাউন আরামবাগ-হাওড়া লোকাল ১ টি,ডাউন হরিপাল-হাওড়া লোকাল একটি। রবিবার ভোর থেকে সকাল ১১ টা পযন্ত বাতিল থাকবে ১১ টি আপ ট্রেন। যার মধ্যে আপ হাওড়া গোঘাট লোকাল একটি, আপ হাওড়া-তারকেশ্বর লোকাল ৬ টি, আপ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল ২টি, আপ হাওড়া-আরামবাগ লোকাল একটি, ও একটি আপ হাওড়া-হরিপাল লোকাল থাকছে।