পুবের কলম প্রতিবেদক: আগামী মাস থেকেই বেঙ্গল সাফারি পার্কে দেখা মিলতে পারে সিংহদ্বয়ের। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই লায়ন সাফারি চালু করার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। সেইমতো দ্রুত এনক্লোজারের কাজ শেষ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছর ১২ ফেব্রুয়ারি ত্রিপুরার সিপাইজলা চিড়িয়াখানা থেকে একটি পুরুষ এবং একটি স্ত্রী সিংহ আনা হয়েছিল শিলিগুড়ির সাফারি পার্কে। অ্যানিমাল এক্সচেঞ্জ প্রক্রিয়ার আওতায় ওই দুটি সিংহ পেয়েছিল সাফারি পার্ক। বিনিময়ে একটি লেপার্ড সহ কিছু হরিণ দিতে হয়েছিল সিপাইজলাকে। প্রথম কয়েক মাস নাম বিতর্ক চলায় সিংহজুটিকে বাইরে আনা হয়নি। এরপর স্ত্রী সিংহের ফলস প্রেগন্যান্সি দেখা দেয়। একজন গর্ভবতী সিংহীর মতোই তার সমস্তরকম শারীরিক পরিবর্তন দেখা গিয়েছিল। তাই সে সময়ে তাদের জনসমক্ষে আনার কথা থাকলেও তা বাতিল করে দেওয়া হয়। বর্তমানে সিংহীটি সুস্থ বলে পার্ক সূত্রে জানা গিয়েছে। সময়মতো খাবারও খাচ্ছে। তাই এবার সাফারি পার্কের এই বহু চর্চিত জুটিকে জনসমক্ষে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রসঙ্গে রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরি জানিয়েছেন, ‘দ্রুত এনক্লোজারের কাজ শেষ করার প্রক্রিয়া হচ্ছে। লায়ন সাফারি চালু করার আগে জানানো হবে।’