পুবের কলম ওয়েবডেস্ক: হাঙরের হামলায় দু’টো হাত হারালেন এক মহিলা পর্যটক। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোভ দ্বীপে ঘটে এ ঘটনা। ৫৫ বছর বয়সি ওই মহিলা ৬ ফুট লম্বা একটি হাঙরের সঙ্গে সেলফি তুলতে জলে নামেন। ঠিক তখনই হিংস্র মাছটি তার হাতে কামড় দেয়। এতে তার দু’টি হাতই ক্ষতবিক্ষত হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার একটি হাতের কবজি থেকে কেটে ফেলতে হয়। আর অপর হাতের বাহু পর্যন্ত কাটা যায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, হাঙরটি যখন হামলা করে তখন সৈকতে থাকা অন্য মানুষ এগিয়ে আসেন। তার স্বামী প্রথমে ভয় দেখিয়ে হাঙরটিকে তাড়ান। এরপর অন্যান্য মানুষ তাদের কাপড় দিয়ে তার রক্তাক্ত হাত বাঁধেন। তিনি এ মুহূর্তে কানাডায় চিকিৎসাধীন আছেন। মহিলার আত্মীয় বলে দাবি করা এক ব্যক্তি জানান, হাঙরের কামড়ের পর তিনি হেঁটে তীরে ফিরে আসতে সক্ষম হয়েছেন। তিনি আরও বলেন যে হাঙরটি তাকে উরুতেও কামড় দিয়েছিল।