BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট হাইটেক টুকলি! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এআইয়ের ব্যবহার, হাতেনাতে ধরা পড়ল পরীক্ষার্থী ভাষার জন্য তামিলরা প্রাণ দিয়েছে, ভাষার সঙ্গে খেললে ফল ভালো হবে না, হুঙ্কার কমল হাসানের সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা ৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি কুম্ভমেলায় যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর  ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি ইরান সফরে ল্যাভরভ এনসিপিইউএল-এর বিশ্ব উর্দু সম্মেলন মথুরাপুরে শুরু হল চারদিনের এম পি কাপ

জঙ্গিযোগের অভিযোগে চাকরি হারালেন ফের তিন সরকারি কর্মী, প্রতিক্রিয়া ওমরের

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

শ্রীনগর, ১৬ ফেব্রুয়ারিঃ  জঙ্গিযোগের দায়ে ফের তিনজন সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করলেন জম্মুকাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা। সূত্রের খবর, বরখাস্ত হওয়া কর্মীদের একজন পুলিশ কনস্টেবল, একজন  স্কুলশিক্ষক এবং আরেকজন বন দফতরের কর্মী। এদের মধ্যে দুজন বর্তমানে সংশোধনাগারে রয়েছেন। বরখাস্ত হওয়া ওই তিন সরকারি কর্মীর নাম ফিরদৌস আহমেদ ভাট, মহম্মদ আসরফ ভাট এবং নিসার আহমেদ খান।

সরকারি সূত্রের খবর, লেফটেন্যান্ট গভর্নরের দাবি এই তিনজনের বিরুদ্ধে জঙ্গিযোগের অভিযোগ প্রমাণিত। একারণে ওদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ৩১১ (২) (সি) ধারা অনুসারে রাষ্ট্রপতি অথবা রাজ্যপাল সরকারি কর্মীদের কোনও তদন্ত ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করতে পারেন, যদি ওদের কারও কার্যকলাপ রাজ্যের নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক হয়। গত অক্টোবরেজম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে ওমরআবদুল্লা ক্ষমতাসীন হওয়ার পরে মোট পাঁচজন সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হল। ২০২১ সাল থেকে এপর্যন্ত এনিয়ে মোট ৭১জন সরকারি কর্মী নানা অভিযোগে চাকরি হারিয়েছেন।

নতুন করে যে তিনজন সরকারি কর্মীকে ছাঁটাই করা হয়েছে এনিয়ে রবিবার মুখ খুলেছেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, ওদের নির্দোষ প্রমাণ করার সুযোগ দেওয়া উচিত। সেই সুযোগ কেন দেওয়া হয়নি, সেব্যাপারে প্রশ্ন তুলেছেন ওমর। সূত্রের খবর, যে তিনজন সরকারি কর্মী নতুন করে চাকরি হারালেন এদের মধ্যে ফিরদৌস আহমেদ ভাট ২০০৫ সালে পুলিশকর্মী হিসেবে কাজে যোগ দেন। ২০১১ সালে তিনি পুলিশ কনস্টেবল হন। এছাড়া ১৯৯৬ সালে বন দফতবের কর্মী হিসেবে কাজে যোগ দেন নিসার আহমেদ খান। আর মহম্মদ আসরফ ভাট ২০০০ সালে চুুুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। এরপর ২০১৩ সালে তার চাকরি স্থায়ী হয়।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder