BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট নিম্নমুখী দাম ও ঝড়-বৃষ্টি, ক্ষতির মুখে আলু চাষিরা কীভাবে সম্ভব আমের মুকুল ঝরা রোধ, কৌশল জানালেন কৃষি বিজ্ঞানী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস সব ভাষাকে সম্মান করে বাংলা: মমতা বাংলাদেশে কীভাবে পালিত হল ভাষা দিবস? বাংলাদেশি রাষ্ট্রদূতের নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে ভারত সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় টি-ও-টি প্রশিক্ষণ শিবির ছাব্বিশের নির্বাচনের আগে নবান্নে আইপ্যাক কর্তা প্রতীক জৈন জোর অভিযান নিরাপত্তা বাহিনীর, মণিপুর ‘শান্ত’ করতে কি ‘ছত্তিশগড় মডেল’? ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কলকাতায় এসডিপিআইয়ের মিছিল

টমেটোর দর ১ টাকা কেজি, উৎপাদন খরচও উঠছে না কৃষকদের

রিপোর্টার:
  • শেষ আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

নয়ন কুইরী, পুরুলিয়া: আলু, পেঁয়াজ, আদার মতো টমেটো সাধারণ মানুষের হেঁশেলের এক নিত্যপ্রয়োজনীয় উপাদান। টমেটো এমন এক উপাদান যা ছাড়া আমিষ বা নিরামিষভোজী কোনও মানুষের চলেই না। সেই টমেটোর দাম পুরুলিয়া জেলায় এমন পর্যায়ে পৌঁছেছে যে, লাভ দূরের কথা। মাত্র ১ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে কৃষকদের। টমেটো নিয়ে পুরুলিয়ার বিভিন্ন অংশে হাহাকার শুরু হয়েছে কৃষকদের মধ্যে। উৎপাদন খরচও উঠছে না, ফলে ঋণের বোঝা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে অনেকে গাছ থেকে ফসল না তুলেই জমিতে ফেলে রাখছেন অনেকে।
পুরুলিয়া জেলা তথা আড়ষা জঙ্গলমহল এলাকার কৃষকরা জানিয়েছেন, বাজারে টমেটোর চাহিদা তলানিতে এসে ঠেকেছে। চকলেচ, লজেন্সের দামে বিক্রি হচ্ছে টমেটো। অনেক ক্ষেত্রেই ফসল বিক্রি করা সম্ভব হচ্ছে না, ফলে মাঠেই নষ্ট হচ্ছে। যারা বিক্রি করতে পারছেন, তারাও লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই তুলতে পারছেন না। কৃষকরা এখন সরকারের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন। সিরকাবাদ গ্রামের কৃষক বলাই রাজোয়াড় বলেন, ‘অনেক আশা নিয়ে বিঘার পর বিঘা টমেটো চাষ করেছিলাম। ভেবেছিলাম এই বছর লাভবান হব, কিন্তু এখন দেখি বাজারে টমেটোর দাম এতটাই পড়ে গেছে যে প্রতি কুইন্টালে মাত্র ৫০ টাকা লাভ হচ্ছে। এত কম দামে বিক্রি করে তো ঋণ শোধ করাও সম্ভব নয়!’
শিবকল্যাণ মণ্ডল নামে এক কৃষক বলেন, ‘আমাদের দুরবস্থা চরমে পৌঁছেছে। জমিতে টমেটো পাকছে, কিন্তু বাজারে ন্যায্য দাম নেই। বাধ্য হয়ে ফসল জমিতেই ফেলে রাখতে হচ্ছে। ফ্রিতেও নিতে চাইছে না কেউ।’ কৃষকদের দাবি, সরকার যদি রফতানি, প্রসেসিং বা ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের ব্যবস্থা করে, তাহলে এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder