BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট হাইটেক টুকলি! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এআইয়ের ব্যবহার, হাতেনাতে ধরা পড়ল পরীক্ষার্থী ভাষার জন্য তামিলরা প্রাণ দিয়েছে, ভাষার সঙ্গে খেললে ফল ভালো হবে না, হুঙ্কার কমল হাসানের সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা ৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি কুম্ভমেলায় যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর  ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি ইরান সফরে ল্যাভরভ এনসিপিইউএল-এর বিশ্ব উর্দু সম্মেলন মথুরাপুরে শুরু হল চারদিনের এম পি কাপ

‘লাভ জিহাদ’ ধর্মান্তরিত করার ষড়যন্ত্র, প্রতিরোধ দরকার বললেন ফড়নবীশ

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

মুম্বাই, ১৬ ফেব্রুয়ারি: ‘লাভ জিহাদ’ নিয়ে আইন তৈরি করতে শুক্রবারই রেজ়োলিউশনে (জিআর) জারি করে মহারাষ্ট্র সরকার। ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে আইনের খসড়া তৈরির জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে ফড়নবীশ সরকার। এবার ‘লাভ জিহাদ’ নিয়ে মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি বললেন, আন্তঃধর্মীয় বিবাহে কোনও ভুল নেই। তবে জালিয়াতি এবং মিথ্যা পরিচয়ের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার। সুপ্রিম কোর্ট এবং কেরল হাইকোর্ট ‘লাভ জিহাদ’-এর বাস্তবতা সম্পর্কে পর্যবেক্ষণ করেছে।

Read More: ওয়াকফ সম্পত্তি দখলের লক্ষ্যেই আইনে সংশোধন: সরব সপা সাংসদ

‘লাভ জিহাদ’ নিয়ে আইন তৈরি বিষয়ে কথা বলতে গিয়ে ফড়নবীশ বলেন, ‘লাভ জিহাদ’-এর মাধ্যমে মুসলিম পুরুষরা হিন্দু মহিলাদের বিয়ে করে। তারপর তারা হিন্দু মহিলাদের ইসলামে ধর্মান্তরিত করার ষড়যন্ত্র করে। মুখ্যমন্ত্রীর কথায়, “মহারাষ্ট্রে বিয়ে করে প্রতারিত হওয়া এবং সন্তান জন্মের পরে অসহায় হওয়ার ঘটনা বাড়ছে। এটিই বাস্তবতা। আন্তঃধর্মীয় বিবাহে কোনও ভুল নেই, তবে জাল পরিচয় ব্যবহার এবং জালিয়াতি করা গুরুতর অপরাধ। এই ঘটনার প্রতিরোধ করা দরকার।”

উল্লেখ্য, শুক্রবার ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে আইনের খসড়া তৈরি করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে ফড়নবীশ সরকার। ওই কমিটির মাথায় বসানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি-কে। সরকারি একটি রেজ়োলিউশনে (জিআর) জানানো হয়েছে, কমিটির নেতৃত্বে রয়েছেন মহারাষ্ট্র পুলিশের ডিজি সঞ্জয় ভার্মা। বাকি ছয় সদস্যের মধ্যে রয়েছেন নারী এবং শিশুকল্যাণ দফতর, সংখ্যালঘু উন্নয়ন দফতর, আইন এবং বিচার দফতর, স্বরাষ্ট্র দফতর, বিশেষ সহযোগিতা দফতর এবং সামাজিক ন্যায়বিচার দফতরের প্রতিনিধিরা।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder