সরকারি কর্মীদের জন্য সুখবর, রমযান মাসে একঘন্টা আগে ছুটির ঘোষণা

- আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
- / 18
হায়দরাবাদ, ১৭ ফেব্রুয়ারি: পবিত্র রমযান মাসে সরকারি দফতর এবং সরকারি স্কুলগুলিতে কর্মরত মুসলমান সম্প্রদায়ের কর্মীদের সুবিধার্থে বিশেষ ঘোষণা করল তেলেঙ্গানা সরকার। সূত্রের খবর, ২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত তেলেঙ্গানা সরকারের মুসলমান সম্প্রদায়ের কর্মীরা একঘন্টা আগে ছুটি পাবেন।
স্থায়ী কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীরাও এই সুযোগ পাবেন। সূত্রের খবর, তেলেঙ্গানা সরকার জানিয়েছে পবিত্র রমযান মাসে সরকারি দফতর এবং স্কুলগুলির কর্মীরা বিকেল চারটেয় অফিস থেকে বেরোতে পারবেন। মুখ্যসচিব শান্তি কুমারী এই নির্দেশ দিয়েছেন।
এদিকে পবিত্র রমজান মাস পালন করতে জোরকদমে প্রস্তুতি চলছে হায়দরাবাদে। সূত্রের খবর, পবিত্র মাসে জমিয়ে ব্যবসা করার জন্যে উদ্যোগী ব্যবসায়ীরা। এছাড়া হায়দরাবাদ শহরের মসজিদগুলি পবিত্র মাসে প্রার্থনাকারীদের জন্যেও বিশেষভাবে প্রস্তুত হচ্ছে।