পুবের কলম, ওয়েবডেস্ক: ওডিশা ভুবনেশ্বরের এক বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ‘কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইউনিভার্সিটি’ (কেআইআইটি) হস্টেলের ঘর থেকে এক ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ২০ বছরের ওই ছাত্রী নেপালের বাসিন্দা।
Read More: দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ কবে?
এই ঘটনার পর সোমবার বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল। প্রতিবাদে কয়েকশো ছাত্রছাত্রী একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও সংলগ্ন রাস্তা একেবারে অবরুদ্ধ করে দেন। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতেই ছাত্রীর মৃত্যু হয়েছে। এক বিক্ষোভকারী বলেন, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরেই হেনস্থা করা হচ্ছিল। এমনকী, মাস খানেক আগে তিনি এ নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছিলেন। কিন্তু, কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি। যার খেসারত নিজের প্রাণ বলি দিয়ে চোকাতে হল ওই ছাত্রীকে।